কেন্দ্রের ৩ কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন করছেন কৃষকেরা (Farmers Protest)। হরিয়ানা, পঞ্জাব-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা এসে জড়ো হয়েছেন এখানে। এবার সেই আন্দোলনের আঁচ এসে পড়ল বাংলায়। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির নেতৃত্বে রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ-প্রতিবাদ। পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসিতে (Golsi) ঘটনাটি ঘটে। এই প্রতিবাদ-অবরোধের জেরে তীব্র যানজট হয়ে যায় বাঁকুড়াগামী এই জাতীয় সড়কে। জাতীয় সড়কে অবরোধ চলায় মাঝরাস্তায় যানজটে আটকে পড়ে করোনা টিকাবাহী গাড়ি। ঘটনার জেরে তীব্র ক্ষোভের মুখে পড়েন রাজ্যের মন্ত্রী। যদিও এই ঘটনা একেবারেই অনিচ্ছাকৃত বলে দাবি সিদ্দিকুল্লাহ চৌধুরির (Siddiqullah Chowdhury)।